Nov 4, 2013
Islam and Moral Teaching-Model Test-01
প্রাথমিক সমাপনি পরীক্ষা-২০১৩
ইসলাম ও নৈতিক শিক্ষা
(মডেল টেস্ট)
সময় : ২. ৩০ ঘণ্টা, পূর্ণমান : ১০০
[দ্রষ্টব্যঃ ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
নম্বর
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো : ১x৪০=৪০
১. ‘সব প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার যিনি সারা বিশ্বের পালনকর্তা’ এটি কোরআন মজিদের একটি আয়াত; সুতরাং উক্তিটি -
ক) আল্লাহর খ) রাসূল (স.) এর গ) সাহাবিদের ঘ) তাবেয়িদের
২. ‘আল্লাহু হালিমুন’ অর্থ আল্লাহ -
ক) অতি ক্ষমাশীল খ) অতি সহনশীল গ) সর্বদ্রষ্টা ঘ) সর্বশ্রোতা
৩. ‘আল্লাহু বাসিরুন’ অর্থ আল্লাহ
ক) সর্বশ্রোতা খ) সর্বদ্রষ্টা গ) অতি সহনশীল ঘ) অতি ক্ষমাশীল
৪. নবী ও রাসূলদের কর্মকান্ড ছিল -
ক) সহজ খ) কঠিন গ) খুব সহজ ঘ) অসম্ভব
৫. নবী ও রাসূলদের মূল শিক্ষা ছিল -
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
৬. ঈমানের প্রথম মৌলিক বিষয় কোনটি?
ক) তাওহিদ খ) রিসালাত গ) আখিরাত ঘ) দ্বীন
৭. ‘খালিক’ শব্দের অর্থ কী?
ক) পালনকর্তা খ) রিজিকদাতা গ) সৃষ্টিকর্তা ঘ) দয়ালু
৮. ‘মান রাব্বুকা’ অর্থ কী?
ক) তোমার রব কে? খ) তোমার দ্বীন কী? গ) এই ব্যক্তি কে? ঘ) আমার রব আল্লাহ
৯. ‘হাশর’ শব্দের অর্থ কী?
ক) শুক্রবার খ) শনিবার গ) মহাসমাবেশ ঘ) কিয়ামত
১০. ‘মিজান’ শব্দের অর্থ কী?
ক) রাস্তা খ) পরিমাপ যন্ত্র গ) মহাসমাবেশ ঘ) জীবন
১১. যেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলাদি। কোথায়?
ক) জান্নাতে খ) জাহান্নামে গ) হাশরে ঘ) পুলসিরাতে
১২. কবরে কয়টি প্রশ্ন করা হবে?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
১৩. রুকন অর্থ কী?
ক) দেয়াল খ) খুঁটি গ) অবস্থান ঘ) মর্যাদা
১৪. আল্লাহ আমাদের সৃষ্টি করেছেনÑ
ক) তার ইবাদতের জন্য খ) তার সাহায্যের জন্য গ) তার সহযোগিতার জন্য ঘ) উদ্দেশ্যহীনভাবে
১৫. ‘সালাত কায়েম কর’Ñ এটি কোন সূরার আয়াত?
ক) বনি ইসরাইল খ) ইয়াসিন গ) রহমান ঘ) আলাক
১৬. জামাল নিয়মিত সালাত আদায় করে। রোববার সে সর্বমোট কত রাকাত ফরজ সালাত আদায় করবে?
ক) ১৩ খ) ১৫ গ) ১৭ ঘ) ১৯
১৭. হাসিব নেপালে বসবাস করে। সে একদিন দক্ষিণ দিক মুখ করে সালাত আদায় করল। তার সালাতÑ
ক) শুদ্ধ হবে খ) শুদ্ধ হবে না গ) আংশিক শুদ্ধ হবে ঘ) কোনোটি নয়
১৮. জাহিদ আসরের সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেল। সুতরাং সেÑ
ক) সালাত আবার পড়বে খ) সাহু সিজদা দেবে গ) স্বাভাবিকভাবে সালাত শেষ করবে ঘ) কোনোটি নয়
১৯. সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
ক) তাকওয়া অর্জন খ) বিরত থাকা গ) আমাদের চরিত্রকে সুন্দর করা ঘ) কোনোটি নয়
২০. রোহান জাকাতকে অস্বীকার করল। সুতরাং রোহান একজনÑ
ক) মুনাফিক খ) কাফির গ) ফাসিক ঘ) মুশরিক
২১. তারাবির সালাত সংশ্লিষ্টÑ
ক) সাওমের সঙ্গে খ) রমজান মাসের সঙ্গে গ) সালাতের সঙ্গে ঘ) ঈদের সঙ্গে
২২. ‘মানুষ যা চেষ্টা করে তাই পায়’ এটি কার উক্তি?
ক) মানুষের খ) ফেরেশতার গ) মহানবী (স.) এর ঘ) আল্লাহর
২৩. কার প্রতি আল্লাহ দয়া দেখান না?
ক) দানশীলদের খ) ধার্মিকদের গ) দরিদ্রদের ঘ) যে মানুষের প্রতি দয়া দেখায় না
২৪. ‘তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার কর।’ এটি কার বাণী?
ক) মহানবী (স.) এর খ) আল্লাহ তায়ালার গ) আলীর (রা.) এর ঘ) আ. কাদির জিলানীর (র.)
২৫. শ্রম অর্থ কী?
ক) চেষ্টা খ) ইচ্ছা গ) ত্যাগ ঘ) দান
২৬. কোনটি মানুষকে মুক্তি দেয়?
ক) সততা খ) সরলতা গ) ভীরুতা ঘ) লাজুকতা
২৭. ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?
ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত উসমান (রা.) গ) হজরত ওমর (রা.) ঘ) হজরত আলী (রা.)
২৮. আদি মাতা কে?
ক) আমিনা (রা.) খ) মরিয়ম (আ.) গ) হাওয়া (আ.) ঘ) আসিয়া (আ.)
২৯. কে সর্বোত্তম মানুষ?
ক) যে স্বাস্থ্যবান খ) যার চেহারা সুন্দর গ) যার ধারণা সুন্দর ঘ) যার চরিত্র সবচেয়ে সুন্দর
৩০. আমাদের সবচেয়ে আপনজন কারা?
ক) মাতা-পিতা খ) শিক্ষকমন্ডলী গ) ভাই-বোন ঘ) নেতা-নেত্রী
৩১. মহানবী (স.) কেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন?
র) আল্লাহর নির্দেশে
রর) মক্কাবাসীদের উদারতার কারণে
ররর) হত্যার ষড়যন্ত্রের কারণে
নিম্নের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর
৩২. পাপ কাজে একে অপরকে কী করবে?
ক) সহযোগিতা করবে খ) শিক্ষা দেবে গ) অসহযোগিতা করবে ঘ) মারবে
৩৩. জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়-
ক) ل খ) ك গ) ن ঘ) ض
৩৪. কোরআন মজিদের হেফাজতকারী কে?
ক) ফেরেশতা খ) আল্লাহ গ) নবী-রাসূল ঘ) মানুষ
৩৫. কোরআন মজিদ কোথায় সংরক্ষিত আছে?
ক) পৃথিবীতে খ) আকাশে গ) লাওহে মাহফুজে ঘ) আকাশের মাঝখানে
৩৬. কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক) ৫টি খ) ৪টি গ) ৩টি ঘ) ২টি
৩৭. জিহ্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়Ñ
ক) লাম খ) দোয়াদ গ) নূন ঘ) রা
৩৮. কে শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন মজিদ তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন?
ক) হজরত মুহাম্মদ (স.) খ) মহান আল্লাহ গ) হজরত ঈসা (আ.) ঘ) জনৈক বিজ্ঞ পন্ডিত
৩৯. মহানবী (স.) এর জন্য কোনটি অসম্ভব ছিল?
ক) তার পিতার দেখা পাওয়া খ) তার মাতার দেখা পাওয়া গ) তার দাদার দেখা পাওয়া ঘ) তার চাচার দেখা পাওয়া
৪০. নিচের কোনটি নবীদের জন্য প্রযোজ্য নয়?
ক) সততা খ) সত্যবাদিতা গ) মিথ্যাচার ঘ) নিষ্পাপ
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো : ১ x ১০=১০
(ক) নবী-রাসূলের কাজ বা দায়িত্বকে –––––––– বলে ।
(খ) –––––––– হলো চিরস্থায়ী সুখের স্থান।
(গ) সালাত –––––––– চাবি।
(ঘ) –––––––– ইমানের অঙ্গ।
(ঙ) তৃতীয় যে বিষয়ের ওপর হজরত মুহাম্মদ (স.) আমাদের ঈমান আনতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে –––––––– ।
(চ) ধর্মের মূল উদ্দেশ্য হলো সততা, সৎ ও –––––––– উদ্দেশ্য প্রকাশ।
(ছ) কুরআন তেলাওয়াতের উদ্দেশ্য –––––––– টি।
(জ) কালাম অর্থ –––––––– ।
(ঝ) হিজরতের সময় মহানবী (স.) –––––––– পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
(ঞ) হযরত ইব্রাহিম (আ)- এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন –––––––– ।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো : ১x১০=১০
ক) ইসলাম কাকে বলে ?
খ) আখিরাতের প্রথম ধাপ কোনটি?
গ) সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়েছে কেন ?
ঘ) আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করবো ?
ঙ) দেশপ্রেম বলতে কী বোঝায় ?
চ) ইসলামের রুকন সংখ্যা কত?
ছ) আল আসমাউল হুসনা কী?
জ) হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল?
ঝ) আরবি বর্ণমালায় কয়টি বর্ণ আছে?
ঞ) ‘মাখরাজ’ অর্থ কী?
৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যে কোনো আটটি প্রশ্নের উত্তর লেখো : ৫ x ৮=৪০
(ক) “মহান আল্লাহ তায়ালা ক্ষমাশীল”- উক্তিটি আলোচনা কর।
(খ) একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত- এ সম্পর্কে ৫ টি বাক্য লিখ।
(গ) কবরে কয়টি প্রশ্ন করা হবে? সেগুলো কী কী?
(ঘ) সালাতের আরকান বলতে কী বুঝ? আরকানগুলো কী কী?
(ঙ) আমরা কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি?
(চ) সত্যবাদিতা সম্পের্কে হযরত আবদুল কাদির জিলানী (র)- এর ঘটনাটি লেখ।
(ছ) সূরা ফিলের অর্থ লেখ।
(জ) আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?
(ঝ) হযরত মুহম্মদ (স)- এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল?
(ঞ) মদিনা সনদ কী? এর কয়েকটি ধারা উল্লেখ কর।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment